
আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ভারতীয় শিল্পপতি বিজয় মালিয়াকে দেশে ফেরাতে এবার ইন্টারপোলের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মালিয়াকে দেশে ফেরাতে ইন্টারপোলকে রেড কর্নার নোটিস জারির আবেদন জানিয়েছে ইডি। যা কার্যত আন্তর্জাতিক ওয়ারেন্টের সমতুল। আপাতত ইংল্যান্ডে রয়েছেন বিজয় মালিয়া। তদন্তের স্বার্থে ইডি তাঁকে বারবার দেশে ফেরার আবেদন জানিয়ে আসছে। কিন্তু তাতে কর্ণপাত না করায় মালিয়াকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের দ্বারস্থ হয় ভারত সরকার। কিন্তু মালিয়াকে ফেরানোর কোনও প্রশ্নই নেই বলে বুধবার সাফ জানিয়ে দিয়েছে ক্যামেরন সরকার। তবে মালিয়ার বিরুদ্ধে চার্জশিট পেশ হলে প্রত্যর্পণ নিয়ে তাঁরা আইন মেনে উদ্যোগ নিতে পারেন বলে কেন্দ্রকে আশ্বস্ত করেছে ব্রিটিশ সরকার।