শিল্পপতি বিজয় মালিয়ার দেশত্যাগ ইস্যুতে এদিন উত্তাল হল সংসদ।
বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ বাবদ নেওয়া ৯০০০ কোটি টাকা বকেয়া থাকা সত্ত্বেও কেন মালিয়াকে দেশ ছাড়তে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যসভায় কেন্দ্রকে চেপে ধরেন বিরোধীরা। বিরোধীদের পাল্টা জবাব দেন অথর্মন্ত্রী অরুণ জেটলি। বিজয় মালিয়াকে যাবতীয় ঋণ পাইয়ে দেওয়ার জন্য কংগ্রেসের দিকেই আঙুল তুলেছেন তিনি। তাঁর দাবি, ইউপিএ সরকারই মালিয়াকে ঋণ পেতে সবরকম সাহায্য করেছিল। বিজয় মালিয়ার নন পারফর্মিং অ্যাসেট থাকা সত্ত্বেও সব জেনে শুনে কেন ইউপিএ আমলে তাকে ঋণ পাইয়ে দেওয়া হয়েছিল তা নিয়ে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেন জেটলি।
পাশাপাশি বিজয় মালিয়ার কাছ থেকে প্রতিটি টাকা উদ্ধার করা হবে বলেও এদিন সংসদে দাঁড়িয়ে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। আপাতত মালিয়া লন্ডনে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।