আর্থিক দুর্নীতিকাণ্ডে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগে ব্রিটেনে দ্বিতীয়বার গ্রেফতার হলেন শিল্পপতি বিজয় মালিয়া। যাঁর বিরুদ্ধে ভারতে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে। ইডি বারবার যাঁকে তলব করা সত্ত্বেও হাজির হননি। ভারত থেকে রাতারাতি চম্পট দেওয়া বিজয় মালিয়া ব্রিটেনে পালিয়ে যাওয়ায় তাঁকে সেখান থেকে তুলেও আনতে পারছে না ভারত। ভারত সরকার বারবার তাঁকে ফেরানোর জন্য ব্রিটেন সরকারের কাছে আর্জি জানিয়েছে। কিন্তু তাতে এখনও সেভাবে সাড়া মেলেনি।
ভারতে ঢুকলেই যাঁকে গ্রেফতারির মুখে পড়তে হবে সেই বিজয় মালিয়া ব্রিটেনে বিলাসবহুল জীবন যাপন করছেন গত এক বছর ধরে। প্রকাশ্যে ঘুরছেন। মাঠে গিয়ে খেলা দেখছেন। এরমধ্যে অবশ্য আলাদা করে ব্রিটেনের আদালতে তাঁর বিচার চলছে। সেখানে গত এপ্রিল মাসে তাঁকে গ্রেফতারও করে ব্রিটিশ পুলিশ। পরে জামিনে ছাড়াও পান। এদিন ফের সেই আর্থিক দুর্নীতির মামলাতেই তাঁকে গ্রেফতার করল পুলিশ। যদিও ধরাই সার। কিছুক্ষণের মধ্যে জামিনে ছাড়াও পেয়ে যান এই লিকার ব্যারন।