বিজয় মালিয়াকে দেশে ফেরানোর রাস্তা প্রশস্ত হল
ঋণখেলাপিতে অভিযুক্ত পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে দেশে ফেরানোর রাস্তা প্রশস্ত হল। ব্রিটেনের সুপ্রিম কোর্টে হোঁচট খেলেন মালিয়া।
পলাতক লিকার ব্যারন বিজয় মালিয়াকে ভারতে প্রত্যাবর্তন নিয়ে ব্রিটেনের সুপ্রিম কোর্টে চলা মামলায় বড়সড় ধাক্কা খেলেন মালিয়া। তাঁকে যাতে ভারতে প্রত্যর্পণ করা না হয় সেই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু ব্রিটিশ সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিল। ফলে বিজয় মালিয়ার সমস্যা যেমন বাড়ল তেমনই আগামী ২৮ দিনের মধ্যে মালিয়াকে ভারতে ফেরানোর রাস্তা অনেকটাই প্রশস্ত হল।
তবে কী মালিয়ার ভারতে ফেরা নিশ্চিত? এখনও হয়তো নয়। কারণ তাঁর হাতে এখনও একটা পথ খোলা আছে। যখন আদালতের সব আশা শেষ, তখন বিজয় মালিয়া চাইলে ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেলের কাছে আবেদন জানাতে পারেন। তিনি চাইলে এখনও বিজয় মালিয়ার ভারতে প্রত্যর্পণ আটকে দিতে পারেন। ভারতে প্রত্যর্পণের মামলা লন্ডন হাইকোর্টে হেরে যাওয়ার পর মালিয়া চলতি মাসের গোড়ায় ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করেন। কিন্তু সেই আবেদনও এদিন খারিজ করল আদালত।
২০১৬ সালের মার্চ মাসে ব্যক্তিগত কারণের দোহাই দিয়ে রাতারাতি ভারত থেকে পালিয়ে যান বিজয় মালিয়া। তারপর তিনি লন্ডনে রয়েছেন বলে জানতে পারা যায়। ভারতের ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিলিয়ে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত বিজয় মালিয়াকে এরপর ইডি ও সিবিআই বারবার দেশে ফিরে তাদের সঙ্গে দেখা করতে বলে সমন পাঠায়। কিন্তু সাড়া দেননি মালিয়া।
এদিকে সুপ্রিম কোর্টে এদিন রায় বার হওয়ার আগে বিজয় মালিয়া ট্যুইট করে তাঁর ঋণের সব টাকা ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর আবেদন ১০০ শতাংশ ঋণের টাকা তিনি ফেরত দিয়ে দিচ্ছেন, বিনিময়ে তাঁর বিরুদ্ধে মামলা বন্ধ করে দেওয়া হোক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা