
প্রথম দিনে বিক্রি হলনা বিজয় মালিয়ার মুম্বইয়ের কিংফিশার হাউস। বৃহস্পতিবার থেকে বাড়িটি অনলাইনে নিলামে তোলা হয়। বাড়ির দামের বেস প্রাইস রাখা হয়েছে ১৫০ কোটি টাকা। কিন্তু প্রথম দিনে কোনও ইচ্ছুক ক্রেতা পাওয়া যায়নি। কিংফিশার সংস্থাকে সামনে রেখে ১৭টি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন শিল্পপতি বিজয় মালিয়া। কিন্তু সেই টাকা সময়ে শোধ করতে না পারায় তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিয়োগে আদালতে যায় ব্যাঙ্কগুলি। কিংফিশারের দফতর বিক্রি করে তাদের টাকার একটা অংশ তুলতে চাইছে ব্যাঙ্কগুলি। এদিকে ইডির সামনে সশরীরে হাজির হওয়ার জন্য এপ্রিল পর্যন্ত সময় চেয়েছেন বিজয় মালিয়া।