
অার্থিক কেলেঙ্কারি মামলায় আগামী শনিবারের মধ্যে সশরীরে তাদের সামনে হাজির হওয়ার জন্য শিল্পপতি বিজয় মালিয়াকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডির তরফে এর আগে দুটি সমন জারি হয়েছিল। কিন্তু মালিয়া সেই সমনকে গুরুত্ব দেননি। ইডির সামনে সময়মত হাজিরাও দেননি। ফলে এবার অনেকটাই কড়া অবস্থান নিয়েছে ইডি। আগের পাঠান সমন অনুযায়ী এদিন মালিয়ার ইডি আধিকারিকদের সামনে আসার কথা। কিন্তু শেষ মুহুর্তে মালিয়া জানান তিনি আসতে পারছেন না। ইডির সামনে হাজির হওয়ার জন্য মে মাস পর্যন্ত সময় চান তিনি। কিন্ত ইডি যে তাঁকে এতটা সময় দিতে রাজি নয়, তা এদিন তাদের পাঠান তৃতীয় সমন থেকেই পরিস্কার। এদিকে ইডির এই অবস্থান বিজয় মালিয়ার কপালে চিন্তার ভাঁজ বাড়াল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।