
২১ এপ্রিলের মধ্যে দেশে এবং বিদেশে তাঁর যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য জমা দিতে হবে শিল্পপতি বিজয় মালিয়াকে। শুধু তাঁর নামেই নয়, তাঁর ও সন্তানদের নামে যে সম্পত্তি রয়েছে তাও তাঁকে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ঋণখেলাপিতে অভিযুক্ত শিল্পপতি কবে আদালতের সামনে সশরীরে হাজিরা দিতে পারবেন সেই দিনক্ষণও ২১ এপ্রিলের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। নিজের বিশ্বস্ততার প্রমাণ দিতে একটি পরিমাণমত টাকাও জমা দিতে বলেছে আদালত। বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ নিয়ে মিলিতভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ ১৭টি ব্যাঙ্ক। ঋণখেলাপির বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর পরই দেশ ছেড়ে চলে যান বিজয় মালিয়া। আপাতত তিনি ইংল্যান্ডে রয়েছেন বলে খবর। তাঁর আইনজীবীর মাধ্যমে মালিয়া কোর্টে জানান, তিনি ৯ হাজারের মধ্যে ৪ হাজার কোটি টাকা আগামী সেপ্টেম্বরের মধ্যে ফেরত দিতে চান। এই অফারে তাঁরা রাজি কিনা তা ব্যাঙ্কগুলির কাছে জানতে চায় শীর্ষ আদালত। এদিন মালিয়ার সেই অফার নাকচ করে দিয়েছে এসবিআই। এই মামলার পরবর্তী শুনানি ২৬ এপ্রিল।