
তৃতীয় নোটিসেও কাজ হলনা। সমনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির সামনে হাজির হলেন না শিল্পপতি বিজয় মালিয়া। হাজির হওয়ার জন্য আইনজীবী মারফত মে মাস পর্যন্ত সময় চেয়েছেন মালিয়া। আইডিবিআই ব্যাঙ্কের থেকে ঋণ করা ৯০০ কোটি টাকা সময়ে ফেরত না দেওয়ায় মালিয়ার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্ত শুরু করেছে ইডি। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আগে দুটি নোটিস পাঠিয়েছিল ইডি। কিন্ত তাতে সাড়া না দেওয়ায় তৃতীয় নোটিস পাঠায় তদন্তকারী সংস্থা। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিনবারই কাউকে নোটিস দিয়ে ডাকবে ইডি। তৃতীয়বারেও না এলে কড়া পদক্ষেপ করতে পারে তারা। মালিয়াকে দেওয়া তৃতীয় নোটিস অনুযায়ী ৯ এপ্রিলের মধ্যে মালিয়াকে হাজিরা দিতে হত। কিন্তু তিনি তা করেননি। মালিয়ার তরফে ইডির তদন্তকারী আধিকারিককে জানান হয়েছে, তাঁর বিরুদ্ধে ঋণখেলাপি নিয়ে চলা একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই অর্থ তিনি যোগাড় করে মেটানোর চেষ্টা করছেন। তা নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। সেজন্য ইডির সামনে হাজিরার জন্য তাঁর কিছু অতিরিক্ত সময় প্রয়োজন।