শোলে সিনেমায় সর্দার গব্বর সিংয়ের সঙ্গী হিসাবে রামগড় গ্রামে গিয়েও জোর করে আনাজ আনতে অসমর্থ হয়েছিল ৩ জন। তাদের হাসতে হাসতে শেষ করে দেয় গব্বর। সেই ৩ জনের মধ্যে একজনকে মানুষ আজও ভুলতে পারেননি। সে হল কালিয়া। সেই কালিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন বিজু খোটে। যেহেতু শোলে এমন এক সিনেমা যা চিরকালীন হয়ে গেছে তাই সেই সিনেমার চরিত্ররাও এখনও ভারতীয়দের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু বিজু খোটে শুধু তাঁরা কালিয়া চরিত্রের জন্যই নয়, বহু সিনেমায় নিজের আলাদা ছাপ রেখে গিয়েছেন। বলিউডের সেই বর্ষীয়ান অভিনেতা এদিন চলে গেলেন।
সোমবার ভোরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর বাড়ির লোকেরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বিজু খোটে। তাঁর শরীরের বেশ কিছু অঙ্গ কাজ করছিল না। হাসপাতালে ভর্তিও ছিলেন। কিন্তু কিছুদিন আগে বাড়িতে তাঁকে ফিরিয়ে আনা হয়। বাড়িতেই শেষ সময়টা থাকতে চেয়েছিলেন তিনি।
বিজু খোটের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে আসে। অনেকেই ট্যুইটে শোক ব্যক্ত করতে থাকেন। অনুপ জালোটা, অজয় দেবগণ, ঋষি কাপুর, মাধুরী দীক্ষিত, সুনীল শেট্টির মত অনেকেই এদিন শোক ব্যক্ত করেন। তাঁর আত্মার শান্তি কামনা করে ট্যুইট করেন। আসলে বিজু খোটের মত অভিনেতাদের মৃত্যু হয়না, এঁরা নিজেদের চরিত্রে চিরকাল বেঁচে থাকেন মানুষের মনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা