বুধবারই বোকারোতে ঝাড়খণ্ড আর্মড পুলিশের চাকরিতে যোগদান করার কথা ছিল তাঁর। যে কোনও মানুষের জীবনের চাকরিতে যোগদানের দিনটা গুরুত্বের দাবি রাখে। কিন্তু সেই সুখ উপভোগ করার আগেই মঙ্গলবার শেষ হয়ে গেল জাতীয় স্তরের প্রতিভাবান কাবাডি খেলোয়াড় বিকাশ কুমার রাওয়াতের জীবন। এক বেপরোয়া ট্রাকের চাকায় পিষে গেল সব স্বপ্ন।
মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেওঘর দুমকা হাইওয়ে ধরে যাচ্ছিলেন বিকাশ। ব্লুমিং বাড স্কুলের কাছে আচমকাই একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় পিষে যায় বিকাশের দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় গোটা কাবাডি জগতে শোকের ছায়া নেমে আসে।
প্রথমে জুনিয়র স্তর ও পরে সিনিয়র স্তরে ঝাড়খণ্ডের হয়ে জাতীয় স্তরে কাবাডি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিকাশ। তাঁর হাত ধরে বারবার সাফল্য এসেছে। এমন এক প্রতিভাবান খেলোয়াড়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। ঘটনার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা