অনন্য নজির, খালি গলায় জাতীয় সঙ্গীতে মুখর হয়ে উঠল এভারেস্টের চুড়ো
এভারেস্টের চুড়োয় পৌঁছনোই একটা চ্যালেঞ্জ। তায় আবার সেখানে গিয়ে মাস্ক খুলে ফেলা। জাতীয় সঙ্গীত গাওয়া। তৈরি হল এক অনন্য নজির।
এভারেস্টে চড়া জীবনের এক অন্যতম সাফল্য। এভারেস্টের চুড়ো থেকে পৃথিবীকে দেখা মানে বিশ্বের সর্বোচ্চ বিন্দু থেকে দেখার সৌভাগ্য।
এভারেস্টের চুড়ো ছোঁয়ার চ্যালেঞ্জ নিয়ে উঠতে শুরু করেছিলেন ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার বিক্রান্ত উন্যিয়াল। সেই চ্যালেঞ্জ পূরণও করেন তিনি। সব বাধা অতিক্রম করে এভারেস্টের চুড়ো ছোঁয়ার বিরল কৃতিত্বের ভাগীদার হন তিনি।
এটাই যথেষ্ট বড় সাফল্য ছিল বিক্রান্তের জন্য। কিন্তু তিনি চেয়েছিলেন তার চেয়েও একটু বেশি কিছু করতে। দেশপ্রেমকে জগতের সামনে তুলে ধরতে।
এভারেস্টের চুড়োয় অবশ্য শ্বাসপ্রশ্বাস চালানো একটা বড় চ্যালেঞ্জ। মুখে রাখতে হয় অক্সিজেন মাস্ক। সেখানে বিক্রান্ত উন্যিয়াল কিন্তু মাস্ক খুলে ফেলেন। হাতে তুলে ধরেন ভারতের জাতীয় পতাকা।
এ সবই ক্যামেরায় রেকর্ড করেন তিনি। তারপর খালি গলায় এভারেস্টের চুড়োয় দাঁড়িয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে গাইতে শুরু করেন জনগণমন।
দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একবারের জন্যও তাঁর গলা কাঁপেনি। একবারের জন্যও মনে হয়নি এভারেস্টের চুড়োয় দাঁড়িয়ে এভাবে মুখে মাস্ক ছাড়া খালি গলায় জাতীয় সঙ্গীত গাইতে তাঁর এতটুকু সমস্যা হচ্ছে। বরং বিক্রান্তের গলা জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে যথেষ্ট দৃঢ় হয়ে ওঠে। যা তাঁর দেশের প্রতি ভালবাসাকেই তুলে ধরে।
এই ভিডিও পিআরও ডিফেন্স প্রয়াগরাজের তরফে ট্যুইট করা হয়। সেই ট্যুইট দেখে অনেকেই জানিয়েছেন তাঁরা বিক্রান্তের এই নজিরে গর্বিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা