দেশ কাঁপানো একের পর এক সিনেমা প্যাডম্যান, ন্যুড, লাভ সোনিয়া, হিচকি, পদ্মাবত, রাজি ছিল দৌড়ে। কিন্তু সেসব তাবড় নামডাক হওয়া সিনেমাকে পিছনে ফেলে ২০১৯ সালের অস্কারে ভারতের বাজি ভিলেজ রকস্টারস। সেরা বিদেশি ভাষার ছবির লড়াইয়ে জায়গা পেল অসমের এই সিনেমা। ইতিমধ্যেই ৪টি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে। পরিচালক রিমা দাস তাই আশাবাদী তাঁর সিনেমার আন্তর্জাতিক সাফল্য নিয়ে। তাঁরই লেখা গল্প। তিনিই আবার সিনেমাটোগ্রাফার, তিনিই এডিটর। আবার তিনিই প্রযোজক। সব মিলিয়ে রিমা দাসের সন্তান স্বরূপ সিনেমা ভিলেজ রকস্টারস।
ইতিমধ্যেই বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ভিলেজ রকস্টারস সিনেমা বোদ্ধাদের তারিফ কুড়িয়েছে। এবার সিনেমার জগতের সবচেয়ে বড় মঞ্চ থেকে পুরস্কার আনাতে এই সিনেমা কতটা সফল হয় সেদিকে চেয়ে গোটা দেশ। একটি গ্রামের মেয়ে। হত দরিদ্র পরিবার। তবু স্বপ্ন আকাশছোঁয়ার। একটা গিটার কিনতে চায় সে। আর সেই গিটারে সুর তুলে একটা রক ব্যান্ড বানাতে চায়। এক দরিদ্র মেয়ের এমন আকাশকুসুম স্বপ্ন নিয়েই ভিলেজ রকস্টারস। এখন দেখার অস্কারে কী ফল করে এই সিনেমা।
(ছবি – সৌজন্যে – ফেসবুক – @villageRockstars)