দিল্লিতে দূষণের ফলে সৃষ্ট ধোঁয়াশার সঙ্গে লড়াইয়ের আহ্বান জানালেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। শীত পড়ার আগে দেশের রাজধানী শহরে ধোঁয়াশার মোটা চাদর এই মুহুর্তে অন্যতম আলোচ্য বিষয়। ইতিমধ্যে বাতাসে ভাসমান শ্বাসযোগ্য কণার পরিমাণ ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে একজন দিল্লিবাসী হিসেবেই ট্যুইটারে দূষণ নিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন কোহলি।
বাস-মেট্রোর মতো সরকারি পরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর আশা এরকম ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে পারলেই ঘটবে বড় পরিবর্তন। এভাবেই তিনি দিল্লির দূষণ কমানোর জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন।