ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জরিমানার মুখে পড়লেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে নেওয়ার কথা ঘোষণা করেছে আইসিসি। পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে নিয়মভঙ্গের অপরাধে তাঁর ভাগ্যে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে প্রথম টেস্ট ম্যাচ হাতছাড়া হয়ে কিছুটা ব্যাকফুটে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে লড়েও প্রোটিয়া বাহিনীর ভাল রান চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় ক্রিকেট শিবিরে। প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে বিরাট ‘বিরাট-জাদু’ দেখালেও চাপ যে কিছুটা আছে তা স্পষ্ট হয় গত সোমবার। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মাঠে তখন চলছিল ২৫ তম ওভারের খেলা। বৃষ্টিভেজা আউটফিল্ডে পড়ে বল ভিজে যাওয়ায় সমস্যায় পড়েন বিরাট। বল ঠিকভাবে হাতে ধরতে পারছেন না, এই নিয়ে বারবার আম্পায়ার মাইকেল গফের কাছে অভিযোগ জানাতে থাকেন তিনি। আম্পায়ার তাঁর অভিযোগে সেভাবে কর্ণপাত করছিলেন না। ব্যস, নিজের রাগ আর সংযত করতে পারেননি ভারত অধিনায়ক। আম্পায়ারের সঙ্গে একপ্রস্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। পরে উত্তেজিত বিরাটকে আম্পায়ারের সামনে মাটিতে বল ছুঁড়ে ফেলতে দেখা যায়। সেই আচরণের জন্য জরিমানার মুখে পড়তে হল ভারতের ক্রিকেট অধিনায়ককে।