মাধ্যমিক পরীক্ষা বলে কথা। গত মঙ্গলবার ছিল তার ইংরাজি পরীক্ষা। আর সেখানেই পরীক্ষার সব চাপ মুহুর্তে মুছে দিল একটা প্রশ্ন। ভারত অধিনায়ক বিরাট কোহলির ওপর ১০ নম্বরের প্রশ্ন দেখে আনন্দে আত্মহারা পরীক্ষার্থীরা। বিরাট কোহলি সম্বন্ধে বেশ কিছু তথ্য দিয়ে দেওয়াই হয়েছে। তা দিয়ে ১০০ ওয়ার্ডের মধ্যে বিরাট কোহলির ওপর একটি বায়োগ্রাফি লিখতে হবে। এটাই প্রশ্ন।
প্রথমে দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না পরীক্ষার্থীরা। পরে যেন প্রশ্নের উত্তর নয়, কোনও আনন্দে বিষয় নিয়ে অবসর সময় কাটাচ্ছে, এমনই খুশি মনে লিখে ফেলে উত্তর। এমন মেঘ না চাইতে জলের মত পছন্দের প্রশ্ন পেয়ে মাধ্যমিক দেওয়া ছাত্রছাত্রীরা তো বেজায় খুশিই। এমনকি মাধ্যমিক বোর্ডের এহেন প্রশ্নে কার্যতই খুশি দেশের অন্যান্য কোণার ছাত্রছাত্রীরাও। অনেকেরই প্রশ্ন আমাদের বোর্ডেও কেন এমন প্রশ্ন আসে না!