Sports

রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য বিরাট কোহলির নাম সুপারিশ করল বিসিসিআই

দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের শ্রেষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্বদের দেওয়া হয় এই মহার্ঘ্য সম্মান। সেই পুরস্কারের জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নাম সুপারিশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ২২ গজের যুদ্ধে বিরাটের আগ্রাসী পারফরমেন্স, লড়াকু মনোভাব, দলকে উদ্দীপ্ত করার ক্ষমতা ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। বিরাটের গুণমুগ্ধ তাঁর সতীর্থ থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের বাঘা বাঘা সদস্যরাও। বলা ভাল, ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় এখন বিরাট। সব দিক মাথায় রেখেই বিসিসিআইয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার বিরাট কোহলির নাম সুপারিশ করেন।

২০১৬ সালে রাজীব খেলরত্নের জন্য বিরাটের নাম সুপারিশ করেছিল বিসিসিআই। তবে সেবার এই পুরস্কার অধরা থেকে যায় বিরাটের। এইবার যদি বিরাট রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান, তাহলে শচীন তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে বিরাটের মুকুটে জুড়বে নতুন পালক। এর পাশাপাশি দ্রোণাচার্য পুরস্কারের জন্য গত জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের কোচ রাহুল দ্রাবিড়ের নাম পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। ক্রীড়া ক্ষেত্রে দেশের সর্বোচ্চ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার ধ্যানচাঁদ পুরস্কার। এরজন্য সুপারিশ করা হয়েছে বর্ষীয়ান প্রাক্তন ক্রিকেট তারকা সুনীল গাভাস্কারের নাম। অর্জুন পুরস্কারের জন্য ক্রিকেটার শিখর ধাওয়ান এবং দেশের মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার নামও সুপারিশ করেছে বিসিসিআই।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button