অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে সরিয়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এজবাস্টনে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারের পর ভারতীয় শিবিরের জন্য এটা একটা প্রলেপের কাজ করল। বিরাটের এই উঠে আসায় প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের একক লড়াই অনেকটা বড় ভূমিকা পালন করেছে।
আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠে আসা ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরাট হলেন সপ্তম জন। ২০১১ সালে শচীন তেন্ডুলকর এই সম্মান পাওয়ার পর বিরাটই ভারতীয় ক্রিকেটার হিসাবে এই বিরল সম্মানের অধিকারী হলেন। শচীনের আগে যে ৫ জন ভারতীয় ক্রিকেটার এই সম্মান অর্জন করেছিলেন তাঁরা হলেন, সুনীল গাভাস্কার, দিলীপ বেঙ্গসরকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহওয়াগ ও গৌতম গম্ভীর।
এদিকে ২০১৫ সালের ডিসেম্বর থেকে এই জায়গা ধরে রেখেছিলেন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। ৩২ মাস টানা তিনি এই সম্মান ধরে রেখেছিলেন। অবশেষে বিরাটের দাপটে তা হাতছাড়া হল।