Sports

আইসিসি-র বিরলতম সম্মানে ভূষিত বিরাট কোহলি

আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা। আইসিসি প্রতিবছরই বছরের সেরা টেস্ট ও একদিনের দল বাছাই করে। এই দলে জায়গা পাওয়া সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। সেই দল ঘোষণা করল আইসিসি। সেখানে বিরাট কোহলিকে বেছে নেওয়া হয়েছে টেস্ট দল ও একদিনের দলের অধিনায়ক হিসাবে। এক বছরে একসঙ্গে আইসিসি-র এই ২টি দলের নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে বেছে নেওয়া অবশ্যই বিরলতম সম্মান।

২০১৮ সালে বিরাটের টেস্ট ও একদিনের ক্রিকেটে দুরন্ত পারফরমেন্স ও সফল অধিনায়কত্বের জন্য তাঁকে ২টি দলেরই অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে আইসিসি। বিরাট ছাড়া টেস্ট ও একদিনের ম্যাচের ২টি দলেই জায়গা হয়েছে ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ-র। টেস্ট দলে জায়গা হয়েছে ঋষভ পন্থেরও। অন্যদিকে একদিনের দলে রয়েছে রোহিত শর্মা ও কুলদীপ যাদবের নাম।


টেস্ট টিমে কোহলি, বুমরাহ ও ঋষভ পন্থ ছাড়া জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম। এছাড়া শ্রীলঙ্কার করুণারত্নে, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকার রাবাডা, অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ ও পাকিস্তানের মহম্মদ আব্বাসের টেস্ট দলে জায়গা হয়েছে।

একদিনের দলে ভারতের কোহলি, যশপ্রীত, রোহিত ও কুলদীপ ছাড়া সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের জো রুট, জনি বেয়ারস্টো, জস বাটলার ও বেন স্টোকস। দলের বাকি ৩ খেলোয়াড় হলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, আফগানিস্তানের রশিদ খান ও নিউজিল্যান্ডের রস টেলর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button