ভারতের প্রাক্তন অধিনায়কের সই করা বল তাঁর কাছে অমূল্য। এটা তিনি যত্ন করে রেখে দেবেন। বিরাট কোহলির এমন মন্তব্যে ধোনির প্রতি তাঁর শ্রদ্ধাই ছলকে পড়েছে। ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজেই ওয়ান ডে-তে দেশের অধিনায়কত্বের ব্যাটন হাতে পেয়েছেন বিরাট। স্বাভাবিকভাবেই কটকে দ্বিতীয় ম্যাচ জেতার পর সিরিজ জয় একটা বড় পাওনা তাঁর কাছে। কিন্তু তার চেয়েও বড় পাওনা হয়ে থাকল একটা বল। এই ম্যাচে খেলা সাদা বলটি ওইদিন জেতার পর সই করে বিরাটের হাতে তুলে দেন এম এস। উপহার হিসাবে। প্রাক্তন অধিনায়কের কাছ থেকে এমন একটা উপহার পেয়ে কার্যতই আপ্লুত বিরাট। দীর্ঘদিন ধরেই কোনও ওয়ান ডে বা টি-২০ জেতার পর ধোনিকে উইকেট হাতে মাঠ ছাড়তে দেখা গেছে। কিন্তু এখন যে অত্যাধুনিক যন্ত্রাংশে পরিপূর্ণ উইকেট তৈরি হয় তা যথেষ্ট মূল্যবান। ফলে সেটা নিয়ে যেতে দেয় না আইসিসি। নিয়ম করেই ম্যাচ জেতার পর স্মারক হিসাবে উইকেট নিয়ে যাওয়ার রীতি বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। অগত্যা বলই ভরসা। আর সেই বলটিই এম এস সই করে তুলে দিলেন অধিনায়ক হিসাবে প্রথম একদিনের সিরিজ জেতা বিরাটের হাতে।