Sports

দেশে ১ নম্বরে বিরাট কোহলি, তবে ক্রিকেট মাঠে নয়

বিশ্ব ক্রিকেটে তিনি ইতিমধ্যেই কিংবদন্তি নাম। ১ নম্বর স্থান তিনি দখলে রাখতে জানেন। এবার কিন্তু তিনি ক্রিকেটে নয়, অন্য ক্ষেত্রেও ১ নম্বর।

বিরাট কোহলি হয়তো ২ নম্বর হতে জানেন না। সে জীবনের যে কোনও ক্ষেত্রই হোক। ১ নম্বরে থাকাটা অভ্যাস করে ফেলেছেন তিনি। সেই অভ্যাস ক্রিকেটের বাইরেও বজায় রইল।

দেশের মধ্যে আরও একটি বিষয়ে বিরাট ১ নম্বর স্থান দখল করে ফেললেন। ভারতের ক্রিকেটের অধিনায়ক এক্ষেত্রে শুধু ভারত বলেই নয়, এশিয়ার মধ্যেও ১ নম্বর হয়ে গেলেন। শুক্রবারই তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। যা তাঁর জনপ্রিয়তার স্বাক্ষরও বহন করছে।


বিরাট কোহলি হলেন দেশের প্রথম ব্যক্তি যিনি ইন্সটাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার পেলেন। এখনও পর্যন্ত কোনও ভারতীয় এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।

এই রেকর্ড বিরাট শুধু ভারতের মধ্যেই গড়লেন না, এশিয়ারও তিনি প্রথম ব্যক্তি যাঁর ইন্সটা ফলোয়ার সংখ্যা ১৫০ মিলিয়ন পার করল।


১৫০ মিলিয়ন বা ১৫ কোটি ফলোয়ার পাওয়া মুখের কথা নয় একথা মেনে নিচ্ছেন সকলেই। এখনও পর্যন্ত বিরাট ১ হাজার ২১০টির ওপর পোস্ট করেছেন ইন্সটায়।

ইন্সটায় ফলোয়ারের নিরিখে সবচেয়ে ওপরে রয়েছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ফলোয়ার সংখ্যা ৩৩৭ মিলিয়ন। অন্যদিকে মেসির ২৬০ মিলিয়ন।

এদিকে শুধু ইন্সটাগ্রাম বলেই নয়, অন্য সোশ্যাল মিডিয়াতেও বিরাট কোহলির অনুরাগীর সংখ্যা কম নয়। ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৪৩.৪ মিলিয়ন, ফেসবুকে ফলোয়ার সংখ্যা ৪৭ মিলিয়ন।

ইন্সটায় প্রতিটি স্পনসরড পোস্টের জন্য বিরাট ৫ কোটি টাকা চার্জ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button