অনুষ্কা মাঠে কেন, মানতে পারছেন না অনেকেই, ঝড় নেট দুনিয়ায়
বিরাট কোহলির শততম টেস্টকে কেন্দ্র করে এদিন বিশেষ মুহুর্তকে উদযাপন করা হয় মাঠে। সেখানে অনুষ্কা শর্মার উপস্থিতি অনেকেই মেনে নিতে পারছেন না।
বিরাট কোহলি ভারতের হয়ে শততম টেস্ট খেলতে নামলেন মোহালিতে। এই টেস্টের শুরু হয় বিরাটকে বিশেষ সম্বর্ধনা দিয়ে। মাঠে উপস্থিত ছিলেন কোচ রাহুল দ্রাবিড় এবং বিরাটের সহ খেলোয়াড়েরা।
সেখানেই বিরাটের পাশে দেখা যায় তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। রাহুল দ্রাবিড় বিরাটের হাতে শততম টেস্টের বিশেষ স্মারক টুপি তুলে দেন। বিরাট এরপর ধন্যবাদসূচক বক্তব্যও রাখেন।
এরপর দেখা যায় পাশে থাকা অনুষ্কাকে জড়িয়ে ধরেন তিনি। খেলোয়াড়েরা পিছন থেকে সরে যান। বিরাট ও অনুষ্কা ছবিও তোলেন মাঠে। এই সম্বর্ধনা অনেকেই টিভির পর্দায় দেখেন। আর দেখার পরই অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
কেন অনুষ্কা মাঠে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে। তাঁদের বক্তব্য, কোনও খেলোয়াড়কে সম্বর্ধনা দেওয়ার সময় তা দেখতে বা সেই খেলোয়াড়ের পাশে থাকতে তাঁর পরিবারের লোকজন আসতেই পারেন। তবে তাঁদের স্ট্যান্ডে থাকার কথা। মাঠে নয়।
মাঠে কেবল খেলোয়াড়দের থাকা শোভা পায়। এভাবে কেন অনুষ্কাকে বিসিসিআই মাঠে ঢোকার অনুমতি দিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ বেশ কয়েকজন নেটিজেন।
এদিন শততম টেস্ট খেলতে নেমে বিরাট কোহলির ব্যাট থেকে একটা মনে রাখার মত রান আশা করছিলেন তাঁর অনুরাগীরা। প্রথম ইনিংসে এদিন বিরাট করেন ৪৫ রান। তবে এদিন তিনি আরও একটি মাইলফলক ছুঁয়েছেন। এদিন টেস্টে তাঁর ৮ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি।