কোনও একটি ব্র্যান্ডের সঙ্গে এতবড় অঙ্কের চুক্তি কোনও ভারতীয় ক্রীড়াবিদের এর আগে হয়নি। সেই দিক থেকে এটাও বিরাটের একটা অনন্য রেকর্ড। বিশ্বখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পিউমা-র সঙ্গে সোমবার ১১০ কোটি টাকার চুক্তি হল ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির। চুক্তি ৮ বছরের। অর্থাৎ সামনের আট বছর বিরাট পিউমা-র ব্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করবেন। এরফলে বিশ্বের অন্যতম ক্রীড়াতারকাদের সঙ্গে এক তালিকায় নামও তুলে ফেললেন বিরাট। এর আগে এমন চুক্তির নজির গড়েছেন বিশ্বের দ্রুততম মানুষ জামাইকার উসেইন বোল্ট বা ফ্রান্সের ফুটবল তারকা থিঁয়েরি অঁরি।
এদিকে পিউমার সঙ্গে এমন ঐতিহাসিক চুক্তি সাক্ষরের পরপরই উসেইন বোল্ট ট্যুইট করে বিরাটকে শুভেচ্ছা জানান। ট্যুইটে বোল্ট লেখেন, দারুণ বাছাই বিরাট, পরের লেভেলে পৌঁছনোর সময় এসেছে। উত্তরে বিরাটও ট্যুইট করে জানান, আশাকরি আমিও একদিন তোমার মত ছুটতে পারব, ধন্যবাদ কিংবদন্তি। এর আগে ব্যবসার জগতে পিউমার প্রতিদ্বন্দ্বী সংস্থা অ্যাডিডাসের সঙ্গে চুক্তি ছিল বিরাটের। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত বছর। তারপরই এদিন পিউমার সঙ্গে নয়া চুক্তিতে আবদ্ধ হলেন বিরাট। এও বিরাটের এক বিরাট সাফল্য হিসাবেই দেখছে ক্রীড়ামহল।