কে কি বলল তাতে কিচ্ছু যায় আসেনা, কেন এমন কথা বললেন বিরাট কোহলি
কে তাঁকে কি বলল তাতে তাঁর কিছু যায় আসেনা। খোলা মাঠে দাঁড়িয়ে প্রকাশ্যে একথা বললেন বিরাট কোহলি। আসলে কাকে লক্ষ্য করে বললেন একথা?
বিরাট কোহলি নামটা যেমন তাঁর জায়গায় সফল তেমনই বিতর্কিত। একের পর এক বিতর্কে তিনি জড়াতেই থাকেন। চলতি আইপিএল-এ অবশ্য বিরাট দারুণ ফর্মে রয়েছেন।
মাঠে এক পুরনো আগ্রাসী বিরাট কোহলিকে দেখা যাচ্ছে। ব্যাটে দারুণ রান পাচ্ছেন। এই মরসুমে আইপিএল-এ ইতিমধ্যেই ৫০০ রান পার করেছেন বিরাট। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে শতরানও করেন।
বিরাটের রানে দলের জেতার পথ সুগম হয়। আবার প্লে অফে পৌঁছনোর আশাও উজ্জ্বল হয়। হায়দরাবাদের বিরুদ্ধে জেতার পর ম্যাচ শেষে যে পুরস্কার বিতরণী হয় সেখানে বিরাট বলেন, কে বাইরে কি বলল তাতে তাঁর কিছু এসে যায়না। সেটা তাঁদের মতামত। যখন কেউ সেই অবস্থায় পড়ে তখন সে জানে তাকে কীভাবে ম্যাচ জিততে হবে।
বিরাটের এই বক্রোক্তির লক্ষ্য যে তাঁর বিরুদ্ধে একটানা সমালোচনার পাল্টা বহিঃপ্রকাশ তা বুঝতে অসুবিধা হয়নি কারও। সংবাদমাধ্যম তাঁর ফর্ম না থাকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে। এবার ভাল খেলে তার জবাব দিলেন বিরাট।
বিরাট বলেন, তিনি মাঠে খুব বেশি দেখতে ভাল শট খেলতেও পছন্দ করেননা। তাতে উইকেট হারানোর ভয় থাকে। বরং বিরাট ক্রিকেটীয় শটেই জোর দিতে চেয়েছেন। এটাও জানিয়েছেন তাঁকে আগামী দিনে টেস্টও খেলতে হবে।
টি-২০ ক্রিকেটে এখন অনেক তরুণ ক্রিকেটার যে সব অচেনা শট খেলে থাকেন তা যে বিরাটের খুব একটা পছন্দের নয় তা তিনি এদিন বুঝিয়ে দিয়েছেন। তবে তাঁর সমালোচকদের এবার মাঠে দাঁড়িয়ে প্রকাশ্যেই জানিয়ে গেলেন তাঁকে কে কি বলল তাতে বিরাটের কিছু যায় আসে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা