
খেলা শেষ। কিন্তু তার রেশ এখনও কাগজের পাতায় উত্তাপ ছড়াচ্ছে। বুধবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ক্লাসলেস ও চাইল্ডিস অর্থাৎ নিচ ও শিশুসুলভ বলে তোপ দেগেছে। কোহলিকে ইগোম্যানিয়াক বলতেও ছাড়েনি সিডনি ডেইলি টেলিগ্রাফ। গত মঙ্গলবার অজিদের বিরুদ্ধে সিরিজ জেতার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন অজি খেলোয়াড়দের সঙ্গে মাঠের বাইরের বন্ধুত্ব বজায় রাখার ইচ্ছে আগে থাকলেও, এখন আর তাঁর নেই। অজি ক্রিকেটারদের সঙ্গে তিনি আর কোনওভাবেই বন্ধুত্ব রাখার পক্ষপাতী নন। এর পিছনে প্রধানত সিরিজ চলাকালীন অজি অধিনায়ক স্মিথের অভব্য আচরণ কাজ করেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। যদিও মঙ্গলবার খেলা শেষে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন স্মিথ। তবু বিরাট অজিদের ব্যবহারে এতটাই অসন্তুষ্ট যে তাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখাতেও নারাজ তিনি। বিরাটের এই কথাই গায়ে মেখেছে অজি সংবাদমাধ্যম। আর তাতেই চটে এমন কথা বলছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।