SciTech

২০ মিনিটে পার ৩ ঘণ্টার পথ! আসছে সুপারসনিক হাইপারলুপ

শব্দের গতিতে ছুটতে পারে এই যান। আকাশপথ নয়, একেবারে মাটির ওপর দিয়ে ছুটে যাবে গন্তব্যে। পৌঁছে যাবে চোখের পলক ফেলতে। বাড়ির পাশের দোকান থেকে জিনিস নিয়ে বাড়ি আসতে যেটুকু সময় লাগে সেই সময়ের ব্যবধানে পৌঁছে দেবে দূরদূরান্তে। সেই হাইপারলুপ এবার আসতে চলেছে মুম্বইতে। ভার্জিন হাইপারলুপ ওয়ান নামে একটি মার্কিন সংস্থা ইতিমধ্যে মহারাষ্ট্র সরকারের সঙ্গে কথাবার্তা পাকা করেছে। চলছে রুট পরীক্ষার কাজ। সব ঠিকঠাক এগোলে কাজ শুরু হবে ২০১৯-এ। আর শেষ হতে হতে ২০২১।

কাজ সম্পূর্ণ হওয়ার পর যাত্রা শুরু করলে মুম্বই থেকে পুনে যেতে এখন যেখানে ৩ ঘণ্টা লাগে, সেখানে লাগবে মাত্র ২০ মিনিট। সুপারসনিক এই যান ও রুট তৈরি করতে খরচ হবে আনুমানিক ২০ হাজার কোটি টাকার মত। তবে টিকিটের দাম কেমন হতে তা এখনও কিছু স্থির হয়নি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button