World

আকাশের বুকে রহস্যময় কালো গোল দাগ, কোথা থেকে এল কেউ জানেনা

নীল আকাশের বুকে পেঁজা তুলোর মত মেঘ। তার ওপর একটি কালো গোল দাগ। এ দাগ এল কোথা থেকে কেউ তার হদিশ করতে পারেননি। এ এক রহস্য।

বিশ্বজুড়েই এখন ভিনগ্রহীদের পৃথিবীতে আনাগোনা নিয়ে চর্চা চলছে। এই ইউএফও বা ভিনগ্রহীদের যান নিয়ে একের পর এক সিনেমাও তৈরি হয়েছে। মেন ইন ব্ল্যাক হালফিল ভিনগ্রহীদের নিয়ে অন্যতম জনপ্রিয় সিনেমা। সত্যিই কি ভিনগ্রহীরা পৃথিবীতে যাতায়াত করে? তা অবশ্য এখনও হলফ করে কেউ বলতে পারছেন না। সবটাই অনুমান।

তবে ফের সেই জল্পনা উস্কে দিল আকাশের বুকে একটি রহস্যময় কালো দাগ। দেখে মনে হবে নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের গায়ে কেউ যেন একটা কালো গোল এঁকে দিয়েছে।


এমন আজব কালো দাগ এল কোথা থেকে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেউ মনে করছেন কোথাও আগুন লাগার পর কালো ধোঁয়া থেকে এমন কালো গোল দাগ তৈরি হয়েছে।

কারও মতে, এটা কোনও বিস্ফোরণের ফল। কিন্তু এসব তত্ত্ব কেবলই অনুমান মাত্র। এখনও বিশেষজ্ঞরাও কোনও তত্ত্বে সিলমোহর দিতে পারেননি।


এই আকাশের বুকে কালো দাগটি দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ এই দাগটি নজর কাড়ে সকলের। আকাশের গায়ে এই কালো দাগ দেখে সকলেই প্রায় ক্যামেরায় তা বন্দি করে ফেলেছেন।

তবে রহস্যটা রহস্যই রয়ে গেছে। এখনও সকলের একটাই প্রশ্ন, এমন একটা দাগ এল কোথা থেকে। তার উত্তর পাওয়া যায়নি। অনেকেই এর সঙ্গে ফের জড়িয়ে দিয়েছেন ভিনগ্রহীদের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button