World

বাবার দেওয়া সামান্য উপহারে সারাজীবনের অর্থ চিন্তা দূর হল ছেলে বৌমার

কোনও মোটা টাকা নয়, বাড়ি গাড়ি নয়, কোনও সম্পত্তি নয়, তবু বাবার দেওয়া একটা সামান্য উপহার ছেলে বৌমার জীবন বদলে দিল।

ছেলের বিয়ে হয়েছে গত এপ্রিল মাসে। তারপর থেকে স্ত্রীকে নিয়ে তিনি বাবার সঙ্গেই থাকেন। কয়েকদিন আগে বাবা সদ্যবিবাহিত ছেলের জন্য একটি উপহার নিয়ে আসেন। একটি কাগজের টুকরো। সেই কাগজের টুকরো আপাত দৃষ্টিতে হাতে পেয়ে উৎফুল্ল হওয়ার মত কিছু ছিলনা ছেলের। হনওনি।

এমন নয় যে কোনও বিশাল সম্পত্তি বাবা লিখে দিলেন ছেলেকে। দিয়েছিলেন একটা লটারির টিকিট। যে টিকিটের ফলাফল হাতে পাওয়ার পর আত্মহারা হয়ে পড়েন ছেলে।


কারণ ওই লটারির শর্ত অনুযায়ী জয়ী হয়ে তিনি প্রতি সপ্তাহে ১ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৮৪ হাজার টাকা করে পেতে থাকবেন। যতদিন তিনি বাঁচবেন ততদিন পর্যন্ত প্রতি সপ্তাহে এই অর্থ পেয়েই চলবেন তিনি।

মানে প্রতি সপ্তাহে ৮৪ হাজার টাকা করে তিনি সারাজীবন পাবেন। যদিও ওই যুবক প্রতি সপ্তাহে এই অর্থ প্রাপ্তির রাস্তায় না হেঁটে লটারি সংস্থার কাছে এককালীন অর্থ নিয়েছেন।


প্রতি সপ্তাহে না নিয়ে বিজেতা এককালীনও অর্থ সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে তিনি এককালীন ১ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকা পেয়ে গেলেন।

এই বিপুল অঙ্কের অর্থ তিনি পেলেন বাবার দেওয়া একটি উপহারের হাত ধরে। ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়াতে। এই অর্থ তাঁর সদ্য শুরু হওয়া বৈবাহিক জীবনকে অনেক বেশি আনন্দময় করে তুলল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button