৪২ বছর আগে স্কুলে হারিয়েছিল টিফিন বক্স, পাওয়া গেল এখন
৪২ বছর আগের কথা। সেদিন স্কুলে যে টিফিন বক্সটি নিয়ে এসেছিল ছাত্রীটি তা হারিয়ে যায়। অনেক খুঁজেও পাওয়া যায়নি। অবশেষে এতদিন পর তা পাওয়া গেল স্কুলেই।
স্কুলে বইপত্র থেকে শুরু করে পেনসিল, পেন, টিফিনের বাক্স, জলের বোতল, রবার কিনা হারায়! আবার তা পাওয়াও অনেক সময় যায়। লস্ট অ্যান্ড ফাউন্ড বক্সে তা রাখা থাকে। তবে দ্বিতীয় শ্রেণিতে পাঠরতা সেই ছাত্রীটি সেদিন তা খুঁজে পায়নি।
স্কুলে সে সকালে টিফিন এনেছিল। এনেছিল একটি টিফিন বক্সে করে। সেটি ধাতুর তৈরি টিফিন বক্স ছিল। গায়ে একটি কার্টুনের পাতার মত দেওয়া ছিল। ছোটদের দেখে ভাল লাগবে।
ভিতরে ছিল চকোলেট সহ খাবার। যা গরম থাকবে এমন বাক্সে টিফিন বক্সে ভরা ছিল। কিন্তু স্কুলে একটি ক্লাসের পর সেই টিফিন বক্সটি সে খুঁজে পায়নি।
অনেক খুঁজেও তার হদিশ মেলেনি। এমনকি তারপর দীর্ঘদিন সে স্কুলে থেকেছে। ক্লাস করেছে। কিন্তু টিফিন বক্সটি গরু খোঁজা খুঁজেও পাওয়া যায়নি।
টিফিন বক্সটি যে নিছক খোয়া গিয়েছিল, তা যে কেউ চুরি করেনি তা বোঝা গেল ৪২ বছর পর। যখন স্কুলের একটি অংশে জলের কলের কাজ করার সময় এক কলমিস্ত্রি সেটির দেখা পান একটি কোণায়।
স্কুলের এই অংশটি নতুন করে সাজিয়ে তোলা হচ্ছিল। সেখানেই একটি কোণায় টিফিন বক্সটি পাওয়া যায়। টিফিন বক্সটি যে ছাত্রীর তার নাম ছিল ট্রেসি ড্রেন। যাতে তার মায়ের হাতে লেখা একটি নোটও ছিল।
টিফিন বক্সটি পাওয়ার পর সেটির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় স্কুলের তরফে জানানো হয়। তারপরই সেটি হাতে পান ট্রেসি। তাঁর এখন আর স্পষ্ট করে ওই টিফিন বক্সটির কথা মনে নেই। তবে তিনি বেজায় খুশি সেটি ৪২ বছর পর ফিরে পেয়ে।
তিনি আরও খুশি তাঁর মায়ের হাতে লেখা নোটটি পেয়ে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। ৪২ বছর পর স্কুলেই হারানো টিফিন বক্সের খোঁজ পাওয়ার কাহিনি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।