ট্রাফিক সিগনাল লালই হয়ে আছে, গাড়ি চলাচল বন্ধ, কারণ জানলে অবাক হয়ে যাবেন
ট্ৰাফিক সিগনালের ভুলে স্তব্ধ হয়ে গেল যান চলাচল। কিছুই বুঝে ওঠা যাচ্ছে না কেন এমন হচ্ছে। অবশেষে যে কারণ সামনে এল তাতে সকলেই হতবাক।
এখন অধিকাংশ শহরের যান চলাচল ট্রাফিক সিগনালের ভরসায় থাকে। সব রাস্তার মোড়ে তাই ট্রাফিক পুলিশ দেওয়ার দরকার পড়েনা। কিন্তু ট্রাফিক সিগনাল যদি কাজ করা আচমকা বন্ধ করে দেয় তাহলে সেই ক্রসিংয়ে যান চলাচল সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ে।
ঠিক এমনই এক পরিস্থিতি তৈরি হতে একটি অতি গুরুত্বপূর্ণ ক্রসিং স্তব্ধ হয়ে যায়। সেখানে দেখা যায় ট্রাফিক সিগনাল কেবল লাল হয়ে আছে। ফলে গাড়িও ঠায় দাঁড়িয়ে যায়।
যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা আধিকারিকরা হাজির হন ওই ক্রসিংয়ে। তারপর দেখার চেষ্টা হয় কেন ট্রাফিক সিগনাল কাজ করা বন্ধ করেছে।
ভাল করে খতিয়ে দেখতে গিয়ে সিগনাল যে বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই বক্স খুলে ফেলেন বিশেষজ্ঞেরা। তারপর সেখানে ভাল করে নজর করতে তাঁদের চক্ষু চড়কগাছ!
ওই সিগনাল বক্সের মধ্যে পড়ে আছে একটি সাপের খোলস। আরও ভাল করে দেখতে তাঁরা দেখেন সাপটিও সেখানেই জড়িয়ে আছে। সাপটিকে উদ্ধার করে কাছের একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
এদিকে দেখা যায় সাপটি ঢুকে বক্সে নড়াচড়া করতে গিয়ে একটি সুইচ বন্ধ করে ফেলে। তার জেরেই এই বিপত্তি। অবশেষে সাপ বার করে ট্রাফিক সিগনাল আবার স্বাভাবিক করা হয়। ঘটনাটি ঘটেছে আমেরিকার দক্ষিণ পূর্বের রাজ্য ভার্জিনিয়ার প্রিন্স উইলিয়াম কাউন্টিতে।