World

এমনটাও হতে পারে, ধবধবে সাদা হয়ে গেল খালের জল

খাল দিয়ে জল বয়ে যেতে অনেকেই দেখেছেন। কিন্তু সেই জল সাধারণ জলের মতই হয়। ধবধবে সাদা হয়না। যেন জল নয়, দুধ বইছে।

যে খালটিকে ঘিরে যাবতীয় কৌতূহলের জন্ম, সেই খালটির জল আর পাঁচটা সাধারণ খালের মতই ছিল। কিন্তু সেই খাল বেয়ে আচমকাই দেখা যায় ধবধবে সাদা জল বয়ে যাচ্ছে। খালের জল এমন দুধের মত সাদা হয়ে গেল কীভাবে? বিষয়টি সকলেরই নজর কাড়ে। আর নজরে পড়ার পর খুব স্বাভাবিক ভাবেই শুরু হয় এর কারণ জানার জন্য তদন্ত। তদন্তের পর জানা যায় সত্যটা কি।

ওই খালটির কাছেই রয়েছে কারখানা। দুধের কারখানা। সেই দুধের কারখানার যে বর্জ্য দুধ তা একটি নালা দিয়ে এসে খালে পড়ে। কিন্তু যেটুকু পড়ে তাতে জলের রং সাদা হয়ে যায়না।


দুধের কারখানার সেই নালার মুখের কাছে একটি জায়গায় কিছু জমে গিয়ে প্রচুর দুধকে আটকে দিয়েছিল। পরে যখন তা বার হওয়ার সুযোগ পায় তখন দেখা যায় প্রচুর পরিমাণে দুধ একসঙ্গে বেরিয়ে মিশে যায় খালের জলে।

ফলে খালের জল আর জল থাকেনা, অধিকাংশটাই দুধে ভরে যায়। যা ওই দুধের কারখানা থেকে বার হওয়া বর্জ্য দুধ। তাই সকলে খালের জলকে দুধ সাদা দেখেন। কারণ তা আসল দুধেই ভরে গিয়েছিল।


ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ায়। সেখানকার দমকলবাহিনী পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানায়। ফলে সকলেই জানতে পারেন কি কারণে খালের জল অমন সাদা হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় সাদা থাকার পর আস্তে আস্তে খাল তার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button