National

রাম মন্দিরে দলিত পুরোহিত চাইছে বিশ্ব হিন্দু পরিষদ

সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় রাম মন্দির তৈরির তোরজোড় শুরু হয়েছে। মন্দির তৈরির কাজ শুরু না হলেও তার পরিকল্পনা ইতিমধ্যেই জোরকদমে এগোচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে ভোটের প্রচারে গিয়ে ঘোষণা করেছেন ৪ মাসের মধ্যেই শুরু হবে আকাশচুম্বী রাম মন্দির তৈরির কাজ। এবার সেই রাম মন্দির নিয়ে তাদের কিছু প্রস্তাব সামনে আনল বিশ্ব হিন্দু পরিষদ। যা অনেককে চমকে দেওয়ার মত।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে ২টি বিষয়ে জোর দেওয়া হয়েছে। এক, তারা চাইছে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হবে সেখানে পুজোর জন্য একজন দলিত শ্রেণির পুরোহিতকে নিয়োগ করা হোক। তাতে সমাজের কাছে একটা সামাজিক সৌহার্দ্যের বার্তা পৌঁছবে। দুই, তারা চাইছে রাম মন্দির তৈরির জন্য অর্থ কেন্দ্রের ব্যবস্থাপনা থেকে না এসে আসুক সমাজ থেকে। সমাজের কাছ থেকেই টাকা তুলে রাম মন্দির গঠন করা হোক। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল এই প্রস্তাবগুলি সামনে আনেন।


Ayodhya
ফাইল : অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য জড়ো করা নির্মাণ সামগ্রি, ছবি – আইএএনএস

বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যর রাম মন্দিরের সঙ্গে দলিত‌দের যুক্ত করার চেষ্টা এখন শুরু করেনি। সেই ১৯৮৯ সালে যখন রাম মন্দিরের শিলান্যাস হয় তখন প্রথম শিলাটি তারা দলিত শ্রেণির কমলেশ্বর চৌপলকে দিয়ে স্থাপন করে। তখন থেকেই তারা দলিতদের রাম মন্দিরের সঙ্গে যুক্ত করতে বদ্ধপরিকর। যা প্রমাণ করবে, বার্তা দেবে যে হিন্দু সমাজের সব স্তর থেকেই রাম মন্দির নিয়ে আগ্রহ রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button