অযোধ্যায় এল সঙ্গমের জল ও মাটি, এল অন্য তীর্থস্থানেরও জল, মাটি
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর আগে সেখানে একে একে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের তীর্থক্ষেত্রের পবিত্র মাটি ও জল।
নয়াদিল্লি : অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরুর আগে ভূমি পুজো হবে আগামী ৫ অগাস্ট। তার আগে অযোধ্যায় সাজসাজ রব। ঢেলে সাজছে অযোধ্যা। নিরাপত্তাও কঠোর করা হয়েছে। এদিকে ভূমি পুজোর জন্য দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে মাটি ও জল নিয়ে হাজির হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার অযোধ্যায় এল এলাহাবাদের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমের পবিত্র মাটি ও জল।
গত বুধবারই সঙ্গমে বৈদিক আচার মেনে পূজাঅর্চনার মধ্যে দিয়ে ওই মাটি ও জল সংগ্রহ করা হয়। তারপর বৈদিক নিয়ম পালনের মধ্যে দিয়ে তা তুলে দেওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদের ৩ সদস্যর হাতে। তাঁরা সেটি নিয়ে বৃহস্পতিবার অযোধ্যায় আসেন। অন্যদিকে গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের মাটিও আনা হয়েছে ভূমি পুজোর জন্য।
দেশের বিভিন্ন প্রান্তের তীর্থস্থান থেকেই রাম মন্দিরের ভূমি পুজোর জন্য মাটি নিয়ে আসা হচ্ছে। যা একে একে নিয়ে আসা হবে অযোধ্যায়। কাশী বিশ্বনাথ থেকেও আসছে পবিত্র মাটি। পবিত্র মাটি ও জল আসছে কবীর মঠ, মহর্ষি ভরদ্বাজ আশ্রম সহ নানা জায়গা থেকে। সবই ৫ অগাস্টের আগে অযোধ্যায় পৌঁছে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা