রবিবারের পর ফের সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম পরিবর্তনের দাবিতে আন্দোলনে বিশ্বভারতীর পড়ুয়ারা। সোমবার দুপুর থেকে তাঁরা বন্ধ করে দেন উপাচার্যের দফতরের গেট। কোনও কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি ভিতরে।
গত রবিবার পড়ুয়ারা দাবি জানান অল্টারনেট সেমিস্টারে আগের ব্যাক পাওয়া বিষয়ের পরীক্ষা নেওয়ার নিয়ম বদলাতে হবে। কোনও ছাত্র যে বছর অনুত্তীর্ণ থাকবেন সেই বছরই তাঁর পরীক্ষা নিতে হবে। ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানান, বিশ্বভারতীর অর্ডিন্যান্সে পরিবর্তন আনা সম্ভব নয় তাঁর পক্ষে।
উপাচার্যের এই প্রতিক্রিয়ার পর সোমবার দুপুরে পড়ুয়ারা তালা দিয়ে দেন উপাচার্যের দফতরের গেটে। কর্মীরা দফতরে ঢুকতে চাইলে বচসা হয় তাঁদের সাথে। ভিতরে আটকে পড়া কর্মীরা পিছনের গেট দিয়ে বেরিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা।