এই বন্ধনে নেই কোনও ধর্ম, বয়স, জাতি, লিঙ্গ ভেদ। তাইতো এটাই সব বন্ধনের সেরা বন্ধন। রাখি উৎসবকে এভাবেই দেখতে শিখিয়েছিলেন কবিগুরু। সেই উৎসবে মাতবে না বিশ্বভারতী, তা কি হয়? রাখিবন্ধনটা এখানে তাই যথার্থ অর্থেই মিলনের উৎসব হয়ে দাঁড়ায়।
রবিবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বভারতীর পাঠভবনের খুদে পড়ুয়ারা নিজেদের মধ্যে রাখি পরার পর্ব শেষ করে পৌঁছে গিয়েছিল পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে। রাখির দিনে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মানুষদের রাখি পরায় তারা।
তাদের রাখি উৎসবে সামিল হন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেনও। খুদেদের আনন্দ পাঠশালা থেকে পাঠভবন এবং হাসপাতালেও তিনি পড়ুয়াদের সাথে ছিলেন। পড়ুয়ারা তাঁকেও রাখি পরিয়ে দেয়।