পুলিশ বিশ্বভারতীর পড়ুয়াদের নিরাপত্তা দেওয়া ও এলাকায় অপরাধ কমানোর প্রতিশ্রুতি দিলেও বেড়ে চলেছে ক্যাম্পাসে অপরাধ। গত সোমবার সন্ধ্যায় এমনই এক ঘটনা ফের সামনে এল। এবার ক্যাম্পাস চত্বর থেকেই ছিনতাই হল ছাত্রীর মোবাইল সহ পার্স। ঘটনার জেরে সন্ধ্যার পর ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা আরও একবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।
সোমবার সন্ধ্যায় বিশ্বভারতী ফার্স্ট গেট থেকে ডীন অফিসের সামনের রাস্তা দিয়ে গুরুপল্লির দিকে যাচ্ছিলেন সঙ্গীত ভবনের ছাত্রী তুহিনা নন্দী। সাইকেলে চড়ে ওই রাস্তায় তিনি রোজই যাতায়াত করেন। সাইকেলের সামনের ঝুড়িতে তাঁর পার্স সহ মোবাইল রাখা ছিল। সেই সময় একটি বাইকে ২ যুবক এসে তাঁর ব্যাগটি তুলে নিয়ে চম্পট দেয়।
শান্তিনিকেতনের পড়ুয়া ও পর্যটকদের কথা ভেবেই শান্তিনিকেতন ফাঁড়িকে থানার মর্যাদা দেওয়া হয়। পৌষমেলার মাঠের পাশে এই থানা চত্বরেই রয়েছে ডিআইবি অফিসও। আবার চলতি মাসেই বিনয় ভবনের কাছে উদ্বোধন হয় মহিলা থানার।
এই ধরণের ছিনতাই ক্যাম্পাসে এই প্রথম নয়। বারবারই দেখা গিয়েছে বাইক আরোহীদের উৎপাত। তারপরেও জেলা পুলিশের পক্ষ থেকে এমন কোনও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না যাতে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত হয়, এমনটাই অভিযোগ পড়ুয়াদের।