স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রদের ছাত্রাবাস নিয়ে দুর্নীতির অভিযোগে বিশ্বভারতীর বিজ্ঞান বিভাগ শিক্ষা ভবনে পঠন-পাঠন বন্ধ করে দেন পড়ুয়ারা। অভিযোগ, স্নাতকোত্তর ছাত্রদের ছাত্রাবাস শ্রীসদনে তাঁদের জন্য সিট কমিয়ে সেখানে জায়গা দেওয়া হয়েছে শারীর শিক্ষা বিভাগ বিনয় ভবনের পড়ুয়াদের। এমনকি সেখানে জায়গা পেয়েছেন স্নাতক স্তরের বিনয় ভবনের পড়ুয়ারাও।
গত শুক্রবার বিশ্বভারতীর প্রোক্টর শঙ্কর মজুমদারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ২৪ জন বিনয় ভবন পড়ুয়ার নাম শ্রীসদনে থাকার জন্য ঘোষণা করা হয়। শিক্ষা ভবনের ছাত্রদের অভিযোগ, শ্রীসদনে মোট ৫৫টি আসনের মধ্যে ২১টি আগে থেকেই বিনয় ভবনের জন্য বরাদ্দ। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আরও ২৪টি আসন তাদের দেওয়া হলে শিক্ষা ভবনের মাত্র ১০ জন ছাত্র সেখানে ঠাঁই পাবেন।
তাঁদের আরও অভিযোগ, ছাত্রাবাসের আসন সূচি তৈরির জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার দুর্নীতির কারণেই এই দুরবস্থা। এদিন প্রোক্টর শঙ্কর মজুমদার বিনয় ভবনে এসে ছাত্রদের সাথে কথা বলে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ৭ দিন সময় চান। সেই আশ্বাসে ভবনের দরজা খুলে দেন ছাত্ররা।