রবীন্দ্রনাথ ঠাকুরের কি রাশি ছিল? উত্তরটা অনেকেই জানেন যে তাঁর মীন রাশি ছিল। কিন্তু তাঁর কোষ্ঠী কেমন ছিল তা কজন জানেন? জীবনের ঠিক কোথায় তাঁর উত্থান আর কোন ক্ষেত্রে বাধা ছিল তাই বা জানা আছে কার?
এবার জেনে নিন সেই তথ্যই। ২২শে শ্রাবণকে সামনে রেখে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জন্মপত্রিকা বা কোষ্ঠী প্রকাশ করল বিশ্বভারতী। গোটা রবীন্দ্র সপ্তাহ জুড়ে অর্থাৎ ৭ দিন এই প্রদর্শনী থাকবে রবীন্দ্র ভবনে। ভবনের পুরনো তথ্যের ভাণ্ডার থেকে রাশি রাশি ঠাকুর পরিবারের তথ্যের ঝাঁপি খুলে তুলে ধরা হতে চলেছে। যার মধ্যে থাকছে কবিগুরুর জন্মপত্রিকা।
রবীন্দ্র ভবন সূত্র অনুসারে, ঠাকুর পরিবার ব্রাহ্ম হলেও তাঁরা ঠিকুজি কোষ্ঠীতে বিশ্বাস করতেন। সেইমত সব সদস্যেরই তৈরি হতে কোষ্ঠী বা জন্মপত্রিকা। জেনে নেওয়া হত জীবনের বাধাবিপত্তি।
বুধবার ২২শে শ্রাবণে একটি প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্বভারতী। সেখানেই প্রদর্শিত হচ্ছে এই কোষ্ঠী। সেইসঙ্গে প্রদর্শনীতে থাকছে দেশ বিদেশ থেকে পাওয়া তাঁর প্রতিটি ডিলিট খেতাব এবং নোবেলের মানপত্র।