কৃষি প্রধান দেশের উন্নতিতে কৃষির সাথে বিজ্ঞান ও বিদ্বানকে সংযুক্ত করতে হবে। সেই কাজে বড় ভূমিকা নিতে হবে বিশ্বভারতীকে। শ্রীনিকেতনের হলকর্ষণ উৎসবে এসে জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।
কৃষিতে দেশকে উৎসাহিত করা ও কৃষকদের মানোন্নয়নের যে যজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন তার নাম ছিল সীতা যজ্ঞ। হলকর্ষণ নামে সেটাই এখন শ্রীনিকেতনের ঐতিহ্য। এবছরের হলকর্ষণে অতিথি ছিলেন রাজ্যপাল তথা বিশ্বভারতীর প্রধান কেশরীনাথ ত্রিপাঠি। তিনি উল্লেখ করেন, কৃষি প্রধান ভারতবর্ষে কৃষক ও কৃষিকাজের গুরুত্ব না থাকলে দেশের উন্নতি সম্ভব না। সেটা প্রায় ১০০ বছর আগে রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন। সেই সাথে তিনি বলেন, বর্তমানেও সেই একইভাবে দেশের উন্নতিতে কৃষির সাথে বিজ্ঞানকে যুক্ত করা হচ্ছে।
হলকর্ষণকে তাই শুধুমাত্র একটি উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের উন্নতিতে কাজে লাগানোর দায়িত্ব নিতে হবে বিশ্বভারতীকে। অনুষ্ঠানে হাল চালনায় রাজ্যপালকে সাহায্য করেন উপাচার্য সবুজকলি সেন।