স্পেশাল অলিম্পিকের জন্য ভারতের ভলিবলের দল নির্বাচনের প্রস্তুতি শিবির শুরু হল বিশ্বভারতীতে। মানসিক ভাবে অতিসক্ষম খেলোয়াড়দের গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে আগামী বছরের মার্চ মাসে। তার আগে চলছে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া। ভারতের ভলিবল দলের প্রাথমিক নির্বাচন হয়ে যাওয়ার পরের ধাপের নির্বাচন ও প্রশিক্ষণ শিবির শুরু হল বিশ্বভারতীর বিনয়ভবনে।
প্রথমবার কোনও অলিম্পিকের নির্বাচনী ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন হল এই বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিতে। ভবনের প্রধান সমীরণ মণ্ডলের কথায়, বিশ্বভারতীর পরিকাঠামো দেখে পছন্দ হওয়ার কারণেই স্পেশাল অলিম্পিক ভারত সংস্থা স্বতঃপ্রণোদিত হয়ে এই আয়োজন করে।
শুক্রবার থেকে ৬ দিনের এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। ভারতের ৯টি রাজ্য থেকে নির্বাচিত ১৬ জন পুরুষ ভলিবলার ও ১৪ জন মহিলা ভলিবলার যোগ দিয়েছেন এই শিবিরে। সেই সাথে রয়েছেন তাঁদের প্রশিক্ষকরাও।