বিশ্ব দাবায় তিনি যে এখনও ঘুমিয়ে থাকা সিংহ তা ফের প্রমাণ করে দিলেন ভারতের বিস্ময় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভিসি বরাবরই দ্রুতগতির দাবায় ভয়ংকর। অনেকটা ক্রিকেটের টি-২০ ম্যাচের মত ব়্যাপিড দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেটাই ফের একবার প্রমাণ করে দিলেন তিনি। এখনও যে তাঁর চোখ ও মাথা সেই এক গতিতে কাজ করতে পারে তা বৃহস্পতিবার রিয়াধে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে বুঝিয়ে দিলেন আনন্দ।
নবম রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে হারানোর পর দ্বিতীয় স্থানে উঠে আসেন আনন্দ। শেষে রাশিয়ার ফেডোসিভের সঙ্গে তাঁর পয়েন্ট সমান হয়ে যায়। ফলে সম পয়েন্টে থাকা আনন্দ ও ফেডোসিভের মধ্যে কে বিশ্বচ্যাম্পিয়ন হবেন তা ঠিক করতে তাঁদের মধ্যে ৩ ম্যাচের টাইব্রেকার শুরু হয়। আর সেখানেই ওস্তাদের মার দেখিয়ে দিলেন আনন্দ।
টাইব্রেকারে পরপর ২টি ম্যাচেই তিনি হারিয়ে দেন ফেডোসিভকে। জিতে নেন বিশ্বসেরার শিরোপা। ব়্যাপিডে আনন্দের ফের বিশ্বজয় প্রমাণ করে দিল তাঁর দাবাকে এখনও অনেককিছু দেওয়ার আছে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)