দ্রুত গতির দাবায় নিজের জায়গা ধরে রাখলেন বিশ্বনাথন আনন্দ। বুঝিয়ে দিলেন ব়্যাপিড দাবায় এখনও তিনিই বিশ্বসেরা। গত বছর ব়্যাপিড দাবার বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হয়েছেন আনন্দ। এখনও তাঁর চোখ আর মস্তিষ্কের যুগলবন্দি কি খেল দেখাতে পারে তা হাড়েহাড়ে টের পেয়েছেন তাঁর হাঁটুর বয়সী প্রতিভাবানরা। এবার তাল মেমোরিয়াল ব়্যাপিড চেস প্রতিযোগিতাতেও প্রথম হয়ে নিজের সেই অসামান্য প্রতিভার সাক্ষর রাখলেন ভিসি। ইজরায়েলে বসা এই আসরে ফাইনাল রাউন্ডে বরিস গেলফাঁর সঙ্গে সহজ ড্র করে খেতাব জিতে নেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন।
৯ রাউন্ডের প্রতিযোগিতায় বিশ্বের সেরা খেলোয়াড়রা খেলেছেন। সেখানে তৃতীয় রাউন্ডে আজারবাইজানের সাখরিয়া মামেদিয়ারভের কাছে হেরে কিছুটা হলেও পিছিয়ে পড়েছিলেন আনন্দ। কিন্তু তারপর নিজ মূর্তি ধারণ করেন বোর্ডে। প্রতিযোগিতার বাকি ৮টা ম্যাচের মধ্যে ৪টিতে জেতেন, ৪টি ড্র করেন আনন্দ। আর জিতে নেন সেরার শিরোপা।