
রেজাল্ট খারাপ। তাই ৯৫ জন ছাত্রীকে তৃতীয় বর্ষের ফর্ম ফিলাপ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এই নিয়েই এদিন ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল বড়িশার বিবেকানন্দ উইমেনস কলেজে। এদিন সকাল থেকেই ফর্ম ফিলাপ না করতে পারা ছাত্রীরা কলেজের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করে। ফর্ম ফিলাপের দাবিতে অবস্থান শুরু করে তারা। অভিযোগ সেই সময় কলেজ কর্তৃপক্ষের নির্দেশে কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে আরও উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভরত ছাত্রীরা। কলেজে তখন উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিত। তিনি নিজে ছাত্রীদের ঠান্ডা করতে এগিয়ে আসেন। কথা বলে ছাত্রীদের ক্ষোভ শোনার চেষ্টাও করেন উপাচার্য। কিন্তু সেই সময় এক ছাত্রী তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এভাবে উপাচার্যকে হেনস্থার শিকার হতে দেখে এগিয়ে আসেন কলেজের শিক্ষিকারা। ছাত্রীদের আটকানোর চেষ্টা করেন তাঁরা। কলেজের তরফে দাবি করা হয়েছে বিক্ষোভরত ছাত্রীদের মধ্যে তাঁদের কলেজের কিছু ছাত্রী থাকলেও অনেক বহিরাগত ছাত্রী ছিল। উপাচার্যের সঙ্গে ছাত্রীদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক মহলের একাংশ।