
২০০৯ সালে যে সংস্থা ব্ল্যাক লিস্টেড অর্থাৎ কালো তালিকাভুক্ত হয়ে যায় সেই সংস্থাকে ডেকে কাজ দিয়েছিল বামেরা। বিবেকানন্দ উড়ালপুল কাণ্ডকে সামনে রেখে এদিন এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। শুধু বামেরাই নয়, সিদ্ধার্থনাথের তোপ থেকে রেহাই পাননি মুখ্যমন্ত্রীও। সিদ্ধার্থনাথের দাবি রেলমন্ত্রী থাকাকালীন কালো তালিকাভুক্ত আইভিআরসিএলকে তিনি চিনতেন। একটি বরাতও তাদের পাইয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিবেকানন্দ সেতুর ক্ষেত্রে বামেরা কালো তালিকাভুক্ত সংস্থাকে কাজ দিয়েছিল। কিন্ত মমতা সরকার এসে সেই সংস্থাকে বাতিল করেনি। বরং তৃণমূল সরকার নিজেদের পরিচিতদের বরাত পাইয়ে দিয়েছিল এই প্রকল্পে। এদিন এমনই দাবি করেন সিদ্ধার্থনাথ। বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়াকে সেতুগেট-সিন্ডিকেট কেলেঙ্কারি বলে ব্যাখ্যা করেন তিনি। তাঁর দাবি, মমতা এই কেলেঙ্কারি ধামাচাপা দিতে চাইছেন বলে সিবিআই তদন্ত চাইছেন না।