
দর্শনীয় স্থান হয়ে উঠেছে বিবেকানন্দ উড়ালপুলের ধ্বংসাবশেষ। কী অবস্থা তা দেখতে সারাদিনই মানুষের ঢল লেগে থাকছে। বহু দূর দূর থেকে মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। যা উদ্ধারকাজে সমস্যা বাড়াচ্ছে। বাড়াচ্ছে স্থানীয় মানুষজনের সমস্যাও। মানুষের এই উৎসাহ থেকে নিষ্কৃতি পেতে এবার দুর্ঘটনাস্থল ঘিরে দেওয়া শুরু করল পুলিশ। আগেই গার্ড ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল এলাকা। কিন্তু তাতেও কাজ না হওয়ায় শনিবার দুপুর থেকে ধ্বংসস্তূপ কাপড় দিয়ে ঘিরে দেওয়া শুরু করল পুলিশ। রংবেরংয়ের কাপড় দিয়ে গোটা এলাকা ঘিরে দেওয়া শুরু হয়েছে। যদিও তাতে ভিড়ে খামতি নেই। শনিবার বিকেল পর্যন্ত বহু মানুষকে মোবাইল ক্যামেরায় ছবি তুলতে দেখা যায় এখানে।