
বিবেকানন্দ উড়ালপুলের ঝুলে থাকা অংশে সিমেন্টের বড়বড় চাঁই দিয়ে ঠেকনা দেওয়ার কাজ শুরু হল রবিবার। ভেঙে পড়া উড়ালপুলের একটা বড় অংশের তলায় এখনও দুটি লরি আটকে রয়েছে। সেখান থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে আরও দেহ সেখানে আটকে থাকতে পারে। এর থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ। কিন্তু লরি দুটি সরাতে গেলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে ভাঙা অংশ। তাই কোনও ঝুঁকির রাস্তায় না গিয়ে পরিকল্পনা করে এগোতে চাইছেন ইঞ্জিনিয়াররা। সিমেন্টের চাঁই দিয়ে উড়ালপুলের ঝুলে থাকা অংশের তলার ফাঁকা এলাকা ভরে ফেলতে চাইছেন তাঁরা। পরে যাতে লরি সরানো হলেও সেতুটি ভেঙে পড়ার সুযোগ না পায়।