
পোস্তার বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় দায়ের হওয়া ৩টি জনস্বার্থ মামলায় রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারকে এই হলফনামা ৩ সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশটি দেয়।