
কী করে উড়ালপুলটি ভেঙে পড়ল তা জানতে তাঁরাও উদগ্রীব। কারণ উড়ালপুল নির্মাণে যে কাঁচামাল ব্যবহার হয়েছে তার গুণগত মান একদম সঠিক ছিল। এটা নিছক দুর্ঘটনা। উড়ালপুল ভেঙে পড়া ‘অ্যাক্ট অফ গড’ অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা ছাড়া আর কিছু নয়। এদিন বিবেকানন্দ উড়ালপুল দুর্ঘটনার সাফাই দিতে গিয়ে এমনই দাবি করল নির্মাণকারী সংস্থা। তাদের দাবি সংস্থার লিগাল টিম তদন্তে সব করম সাহায্য করবে। তদন্তে সাহায্য করে তারাও দুর্ঘটনার সঠিক কারণ জানতে চায় বলেও এদিন আইভিআরসিএল সংস্থার পক্ষে দাবি করা হয়। হায়দরাবাদে সংস্থার দুই উচ্চপদস্থ আধিকারিক এদিন সাংবাদিক সম্মেলনে আরও একটি তত্ত্ব খাড়া করার চেষ্টা করেন। একটি ইংরাজি দৈনিকের রিপোর্ট দেখিয়ে ঘটনার পিছনে বোমা বিস্ফোরণের তত্ত্ব খাড়া করার আপ্রাণ চেষ্টা চালান তাঁরা। যদিও এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্ফোরণ বা নাশকতার তত্ত্ব খারিজ করে দেন।