অকালে চলে গেলেন দাবাং সুরকার
বলিউডে পা রেখেই সাজিদ-ওয়াজিদ জুটি বুঝিয়ে দিয়েছিল সুরের জগতে লম্বা রেসের ঘোড়া তারা। সেই ২ ভাইয়ের এক ভাই ওয়াজিদ খান মারা গেলেন।
মুম্বই : বেশ কিছুদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন। কিডনির সমস্যায় ভুগছিলেন। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল। কিছুদিন আগে কিডনিতে সংক্রমণ দেখা দেয়। তারপর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বইয়ের চেম্বুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি রটে যায় তিনি করোনা আক্রান্ত। ভেন্টিলেশনে থাকাকালীন সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। ওয়াজিদ খানের বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। এরমধ্যেই একগুচ্ছ সাফল্য এসেছিল ২ ভাইয়ের ঝুলিতে।
ওয়াজিদ খান কেবল একজন সুরকারই ছিলেননা, তিনি একজন গায়কও ছিলেন। অনেকগুলি গান রয়েছে তাঁর গলায়। এমনকি আইপিএল ৪-এর থিম সংও তাঁরই গাওয়া। ১৯৯৮ সালে সলমন খানের পেয়ার কিয়া তো ডরনা কেয়া সিনেমায় সুর দিয়ে চমকে দিয়েছিল সাজিদ-ওয়াজিদ জুটি। তরুণ ২ সুরকারের সুরের যাদুতে গোটা দেশ মেতে ওঠে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি দুজনকে।
সলমন খানের দাবাং, এক থা টাইগার, রাউডি রাঠোর, মুঝসে শাদি করোগি, হিরোপন্তি সহ একের পর এক হিট সিনেমায় সুর করেছেন এঁরা। ওয়াজিদ খানের এই অকাল প্রয়াণে স্তম্ভিত গোটা বলিউড। অনেকে বিশ্বাসই করতে পারছেন না ৪২ বছরে চলে গেলেন ওয়াজিদ খানের মত এমন এক প্রতিভাবান সুরকার। বলিউডের অনেক তারকাই ট্যুইট করে শোক ব্যক্ত করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা