World

গলে অর্ধেক হয়ে গেল বিখ্যাত রাষ্ট্রনেতার মূর্তি

তাঁকে সকলে এক ডাকে চেনেন। রাষ্ট্রনেতা হিসাবে তিনি চিরকালীন। তাঁর অনেক জায়গায় মূর্তিও বসানো রয়েছে। তারই একটি গলে অর্ধেক হয়ে গেল।

রাষ্ট্রনেতা হিসাবে বিভিন্ন দেশে এমন কয়েকজনই থাকেন, যাঁদের নাম চিরকালীন হয়ে থেকে যায়। এমনই এক নেতা তিনি। তাঁরই একটি মূর্তি বসানো হয়েছিল একটি স্কুলের সামনে। সাদা ধবধবে সেই মূর্তি অনেকেই দেখে অভিভূত হয়ে যাচ্ছিলেন। শিল্পীর কাজই এত সুন্দর।

মূর্তিটি গত ফেব্রুয়ারিতেই বসানো হয়েছিল। তারপর বেশ চলছিল। এবার দেখা যায় মূর্তিটি গলে গেছে। মূর্তির মাথাটি নেই। পায়ের অংশ গলে গিয়ে কেমন যেন তালগোল পাকিয়ে গেছে। ডান পা অনেকটাই গলে গেছে। শরীরও গলা শুরু হয়েছে।


যা দেখে রীতিমত হইচই পড়ে যায়। গলতে থাকা মাথাটি যাতে একেবারেই নষ্ট না হয়ে যায় সেজন্য সেটি কিছুটা গলে যাওয়ার পর সেটি সরিয়ে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ।

মূর্তিটি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের। মার্কিন মুলুকের ১৬ তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন এমন এক নাম যা এখনও আমেরিকায় সম্ভ্রমের সঙ্গে উচ্চারিত হয়। তাঁরই একটি মোমের মূর্তি তৈরি করে ওয়াশিংটনের ওই স্কুলের সামনে রাখা হয়েছিল।


মূর্তিটি লিঙ্কন মেমোরিয়ালের একটি মূর্তির আদলে তৈরি করে বসানো হয়েছিল স্কুলটির সামনে। কিন্তু আমেরিকা জুড়ে এখন তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া দফতর মধ্য ও পূর্ব আমেরিকার বাসিন্দাদের বিশেষ করে সতর্ক করেছে তাপপ্রবাহ নিয়ে। যা আরও বাড়বে বলেই পূর্বাভাস।

তাপপ্রবাহের জেরে ওয়াশিংটনের পারদ সাড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। ওই উত্তাপ সহ্য হয়নি মোমের মূর্তিটির। ফলে তা দ্রুত গলতে শুরু করে। এখন তা রক্ষণাবেক্ষণের চেষ্টা চলছে। তবে তার আগেই মূর্তিটির অনেকটাই ক্ষতি হয়ে গেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button