ব্যস্ত রাস্তার মোড়। ২টি রাস্তা একে অপরের বুক চিরে বেরিয়ে গেছে। মোড়ের মাথায় প্রচুর গাড়ির ভিড়। আর সেখানেই ঘটল অঘটন। মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা খান ছয়েক গাড়ির ওপর ভেঙে পড়ল আস্ত একটা ক্রেন। বিশাল ক্রেনের তলায় কার্যত দলা পাকিয়ে যায় গাড়িগুলি। গাড়ির মধ্যে থাকা আরোহীদের মধ্যে ৪ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের সিয়াটল শহরে। সিয়াটলের মার্সার স্ট্রিট ও ফেয়ারভিউ অ্যাভিনিউ-র সংযোগস্থলে ঘটনাটি ঘটে গত শনিবার স্থানীয় সময় বিকেল ৩টেয়। ঘটনার জেরে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। সিয়াটলের দমকল বিভাগ জানিয়েছে সাকুল্যে ৬টি গাড়ি ক্রেনের তলায় চাপা পড়ে যায়।
কেন এভাবে ক্রেনটি আচমকা ভেঙে পড়ল তা এখনও অজানা। তা জানতে তদন্ত শুরু হয়েছে। ৪ জন মানুষের এমন বেঘোরে মৃত্যুর দায় কার তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)